মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএমপি কমিশনারের বিনম্র শ্রদ্ধা নিবেদন
২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মোঃ শফিকুল ইসলাম জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ বুধবার ভোরের সূর্যোদয়ের সাথে সাথে বরিশাল জেলা প্রশাসকের দপ্তর সম্মুখে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি নামফলক স্তম্ভে, ৩০ গোডাউন সংলগ্ন বধ্যভূমি স্মৃতি-৭১ স্তম্ভে এবং বরিশাল জেলা পুলিশ লাইন্স স্মৃতি-৭১ স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের স্মরণ করেন বিএমপি কমিশনার।
এ সময় বিএমপি'র সকল ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাঁরা স্বাধীনতার মহান যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আদর্শ বুকে ধারণ করে দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
জাতীয় দিবস উপলক্ষে বিএমপি কমিশনার বলেন, "আমাদের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমরা গর্বিত। তাঁদের আত্মত্যাগের ফলেই আমরা আজ স্বাধীনতার সুফল ভোগ করছি। স্বাধীনতার এই চেতনাকে লালন করে আমরা দেশ ও জাতির সেবা করে যাব।"
এছাড়াও দিবসটি উপলক্ষে বিএমপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে, যার মধ্যে রয়েছে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং বিশেষ নিরাপত্তার চাদরে ঘেরা রয়েছে নগরী।