জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে বিএমপি গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ জাহিদ হাসান, এএসআই (নিঃ) দিদারুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ হাসানুজ্জামান খান, কনস্টেবল ফরিদ হোসেন, কনস্টেবল রফিকুল ইসলাম ও কনস্টেবল ইমাম হোসেনের সমন্বিত একটি দল শনিবার দুপুর ২টার দিকে কোতয়ালী মডেল থানাধীন বিসিসি ২৬ নম্বর ওয়ার্ডের কালিজিরা বাজার সংলগ্ন খানবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ৯২ পিচ ইয়াবা সহ মো: সোহাগ খানকে আটক করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত মো: সোহাগ খান বিরুদ্ধে কোতয়ালী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  এছাড়া মাদকের বিরুদ্ধে তাদের এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।