বরিশাল/News বরিশালের সর্বশেষ সংবাদ

বরিশালে উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে বার্ষিক ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

 

বরিশাল উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এক বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গণ্যমান্য ব্যক্তিরা। ইফতার পূর্ব দোয়া মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম নাসরিন বলেন, "নারী উদ্যোক্তাদের অগ্রগতি ও সফলতার জন্য বরিশাল উইমেন চেম্বার অব কমার্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই ধরনের আয়োজন নারীদের ঐক্যবদ্ধ করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করে।"

উল্লেখ্য, বরিশাল উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নিয়মিতভাবে নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে। এই বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল ছিল তারই একটি অংশ।


Powered by Blogger.