বরিশাল/News বরিশালের সর্বশেষ সংবাদ

Wednesday, November 12, 2025

আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে বিএনপির প্রতিরোধ মিছিল ও রাতে মোটরসাইকেল মহড়া

 


বরিশাল প্রতিনিধি | 🗓️ ১২ নভেম্বর ২০২৫

আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বরিশাল নগরীর ৫ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে প্রতিরোধ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে নগরীর ৫ নং ওয়ার্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরীন

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকারের দমন-নিপীড়ন, নির্যাতন ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলনে বিএনপি সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করবে।

এরপর রাতের বেলায় বরিশাল নগরীর বিভিন্ন সড়কে মোটরসাইকেল মহড়া পরিচালনা করেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরীন
এ সময় মহানগর বিএনপির সদস্য, বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মী ও বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

মহড়ায় অংশ নিয়ে আফরোজা খানম নাসরীন বলেন, “ম্যাসেজ একটাই — জাদুঘরের আওয়ামী লীগ, এই বাংলায় ঠাঁই নাই।”


Powered by Blogger.