বরিশালে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ নারী আটক
বরিশাল, ১৪ নভেম্বর ২০২৫:
বরিশালের বন্দর থানাধীন চরকাউয়া (হিরননগর) এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ লাকী আক্তার (৩৬) নামের এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বরিশাল।
বৃহস্পতিবার সকাল ০৮:৪৫ মিনিটে পরিচালিত এ অভিযানে লাকী আক্তারের বসতঘরের প্রবেশ কক্ষে তল্লাশি চালিয়ে তার বুকের ভেতরে লুকানো অবস্থায় একটি ছোট পার্স উদ্ধার করা হয়। পরে পার্সের ভেতর পলিথিনে মোড়ানো ১৫ পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, যার মোট ওজন ১.৫ গ্রাম।
অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটককৃত নারীকে সংশ্লিষ্ট আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আটক ব্যক্তি হলেন চরকাউয়া (হিরননগর) এলাকার লাকী আক্তার (৩৬)
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বরিশালের উপপরিচালক জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।
