বরিশালের বিভাগীয় ও জেলা প্রশাসনে রদবদল
বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওছার-কে ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুর রহমান-কে বরিশাল বিভাগের নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন-কে বাণিজ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তাঁর স্থানে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিচ্ছেন খায়রুল আলম সুমন।
প্রশাসনের এই রদবদলকে কেন্দ্র করে বিভাগজুড়ে নতুন প্রশাসনিক কাঠামোতে গতি সঞ্চার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
