বরিশাল/News বরিশালের সর্বশেষ সংবাদ

লিড নিউজ

5/লিড নিউজ/slider-tag

Saturday, November 15, 2025

বরিশালে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় দুই যুবক আটক

 




‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় বেলতলা খেয়াঘাটে দুই যুবক আটক

বরিশাল নগরীর বেলতলা খেয়াঘাট এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে হোসেন হাওলাদার ও মোঃ সাব্বির নামের দুই যুবককে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন— নগরীর ৫ নং ওয়ার্ডস্থ পলাশপুর এলাকার মাসুম হাওলাদারের ছেলে হোসেন হাওলাদার এবং একই এলাকার মোজাম্মেল শরীফের ছেলে মোঃ সাব্বির শরীফ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে বেলতলা খেয়াঘাট সংলগ্ন সুন্দরবন শিপইয়ার্ডের ভিতরে ১৪-১৫ জন যুবক একসাথে জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে। এতে এলাকাবাসীর মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি হয়। পরে খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হোসেন ও সাব্বিরকে আটক করে।

আটকের সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, “ঘটনাস্থলে কিছু যুবক স্লোগান দেয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর দু’জনকে আটক করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ায় তাদের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”

কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, “বেলতলা খেয়াঘাট এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় কাউনিয়া থানা পুলিশ দু’জনকে আটক করে আমাদের থানায় হস্তান্তর করেছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে বিবেচনা করছি। প্রাথমিকভাবে জানা গেছে, তারা নিজেদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে স্লোগান দিয়েছিল। তদন্ত করে ঘটনার প্রকৃতি, উদ্দেশ্য এবং অন্য কেউ জড়িত ছিল কিনা সেটাও যাচাই করা হবে। আইন নিজের গতিতে চলবে এবং কেউ অরাজকতা সৃষ্টি করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Friday, November 14, 2025

বরিশালে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ নারী আটক

 

বরিশালে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ নারী আটক

বরিশাল, ১৪ নভেম্বর ২০২৫:
বরিশালের বন্দর থানাধীন চরকাউয়া (হিরননগর) এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ লাকী আক্তার (৩৬) নামের এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বরিশাল।

বৃহস্পতিবার সকাল ০৮:৪৫ মিনিটে পরিচালিত এ অভিযানে লাকী আক্তারের বসতঘরের প্রবেশ কক্ষে তল্লাশি চালিয়ে তার বুকের ভেতরে লুকানো অবস্থায় একটি ছোট পার্স উদ্ধার করা হয়। পরে পার্সের ভেতর পলিথিনে মোড়ানো ১৫ পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, যার মোট ওজন ১.৫ গ্রাম

অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটককৃত নারীকে সংশ্লিষ্ট আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আটক ব্যক্তি হলেন চরকাউয়া (হিরননগর) এলাকার লাকী আক্তার (৩৬)

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বরিশালের উপপরিচালক জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।


বরিশালের বিভাগীয় ও জেলা প্রশাসনে রদবদল


 বরিশালের বিভাগীয় ও জেলা প্রশাসনে রদবদল



বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওছার-কে ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুর রহমান-কে বরিশাল বিভাগের নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


অন্যদিকে, বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন-কে বাণিজ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তাঁর স্থানে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিচ্ছেন খায়রুল আলম সুমন।


প্রশাসনের এই রদবদলকে কেন্দ্র করে বিভাগজুড়ে নতুন প্রশাসনিক কাঠামোতে গতি সঞ্চার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Wednesday, November 12, 2025

বরিশাল নদী বন্দরে শ্রমিকলীগ কর্মী নাসিরের দাপট: প্রবেশ টিকিট কালোবাজারি ও দূর্নীতির ছায়া

 


বরিশাল নদী বন্দরে শ্রমিকলীগের এককর্মী নাসিরকে কেন্দ্র করে এলাকায় নানা ধরনের অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। স্থানীয় ও বিশ্বাসযোগ্য সূত্রগুলো দাবি করছে, স্থানীয় শুল্ক প্রহরী ও কয়েকজনের সঙ্গে যোগসাজশে নাসির দীর্ঘদিন ধরে প্রবেশ টিকিট কালোবাজারি, ঘাট নিয়ন্ত্রণ ও অনৈতিক আয়-রসদ পরিচালনা করে আসছে। এসব কাণ্ডে নাসিরের ভূমিকা নিয়ে জনগণের মধ্যে ক্ষোভ রয়েছে এবং তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে।


স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বেকার আওয়ামী লীগ সরকারের সময় মহানগর শ্রমিকলীগ সভাপতি পরিমল চন্দ্র দাসের প্রভাব শুরুতেই বরিশাল নদী বন্দরের কার্যক্রম সংগ্রহ-প্রসেসিংয়ে দৃশ্যমান ছিল। ওই সময় থেকেই নাসিরকে ঘাটের নানা কাজে যুক্ত করে রাখা হয়—যার সূত্র ধরে পরবর্তীতে টিকিট কালোবাজারি ও অবৈধ আয়-রসদের অভিযোগ ওঠে।


অভিযোগের একটি উল্লেখযোগ্য ঘটনার সময় হিসেবে ২০২৪ সালের ২৫ মার্চের রাতের ঘটনাটিকে যারা অনুসরণ করেছেন তারা বলছেন—নদী বন্দরের ২ নং কাউন্টারে কর্মরত শুল্ক প্রহরীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে কানে ধরে ওঠবস ও মারধরের অভিযোগে তোলা হয়। সেই ঘটনায় তিন শুল্ক প্রহরীকে সাময়িক বরখাস্ত করা হয়; ঘটনা তদন্তে নাসিরকে সরাসরি ছোঁয়া না গেলেও তিনি কৌশলে পলানবাহিত হয়েছেন বলে অভিযোগ রয়েছে।


আরও অভিযোগ উঠেছে, ২০২২ সালের ২৭ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক অভিযানে বন্দরের ২ নং কাউন্টার থেকে ৮৬৩টি পুনরায় বিক্রয়ের জন্য রক্ষিত প্রবেশ টিকিট ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনার পরেও স্থানীয়ভাবে জড়িতদের বিরুদ্ধে কড়াকড়ি চলে—কিন্তু নাসির সে সময়ে কীভাবে অক্ষত থাকলেন—এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।


সূত্রগুলো আরও বলেছে, তদারকি ও বদলি-নিয়োগের কিছু পদক্ষেপ নেয়া হলেও দীর্ঘমেয়াদি নজরদারি ও দৃষ্টান্তমূলক শাস্তি না থাকায় নাসির পুনরায় সক্রিয় হয়ে ওঠেন এবং দেবনাগর ঘাটে ও অন্যান্য কার্যক্রমে প্রভাব তৈরি করেন। স্থানীয়রা বলেন, শ্রমিকলীগের শীর্ষ পর্যায়ের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে।


সংবাদটি নিশ্চিত করতে বরিশাল নদী বন্দর কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করা হলে প্রয়োজনীয় তথ্য নেওয়া যাচ্ছিল না। নাসিরের ব্যবহৃত নম্বরে একাধিকবার রিং করা হলেও ফোন রিসিভ করা হয়নি। স্থানীয় এক রাজনৈতিক পরিচিত সূত্র নাম প্রকাশ না করতে চাওয়ায় বলেন, “নাসিরের সঙ্গে এমনকি মহানগর শ্রমিকলীগের কেউ কেউও যোগযোগ রাখেন—তার প্রভাব বিস্তার দীর্ঘদিনের।”


অভিযোগ ভিত্তিক সংবাদে সতর্কতা: উপরে বর্ণিত অনিয়ম ও অভিযেগসমূহ স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য ও অভিযোগভিত্তিক; এখনও আইনগতভাবে প্রমাণিত হয়নি। এই বিষয়ে সংশ্লিষ্টদের মন্তব্য নেওয়া ব্যর্থ হলে তা আলাদা করে উল্লেখ করা হয়েছে। যদি কর্তৃপক্ষ বা অভিযুক্ত পক্ষ থেকে প্রতিষ্ঠিত কোনো প্রতিকার, ব্যাখ্যা বা বক্তব্য পাওয়া যায়, তা পরবর্তী খবরে তৎক্ষণাৎ যুক্ত করা হবে।


স্থানীয় জনগণ ও নাগরিক সামাজিক সংগঠনগুলো অবিলম্বে তদন্ত ও দায়সর্বতার দাবি জানান। তারা বলেন, সরকারি রাজস্ব রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনকে দ্রুত এবং স্বচ্ছ তদন্তের উদ্যোগ নেওয়া উচিত—নাহলে বন্দরের স্বাভাবিক সেবা ও সাধারণ ভোক্তার অধিকার আর নিরাপদ থাকবে না।

ফরম ফিলাপ ফি বাড়ানোর প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইনস্টিটিউটে শাটডাউন ঘোষণা


 

📍 ক্যাম্পাস  প্রতিনিধি

"ডিপ্লোমা ইন টেক্সটাইল" কোর্সের ফরম ফিলাপ ফি ৬২ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন ও পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় ক্যাম্পাস প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন,
সম্প্রতি বস্ত্র অধিদপ্তর হঠাৎ করেই ফরম ফিলাপ ফি প্রায় ৭০০ টাকা বাড়িয়ে দিয়েছে, যা পূর্বের তুলনায় ৬০ শতাংশেরও বেশি।
এই সিদ্ধান্তকে অযৌক্তিক ও শিক্ষাবান্ধব নীতির পরিপন্থী বলে দাবি করেন তারা।

শিক্ষার্থীরা বলেন, “আমরা যারা সরকারি টেক্সটাইল ইনস্টিটিউটে পড়ি, তাদের অধিকাংশই মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সন্তান। হঠাৎ এত ফি বাড়ানো আমাদের জন্য একপ্রকার অর্থনৈতিক চাপ।”

তাদের অভিযোগ, পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে ভর্তি ফি তুলনামূলকভাবে অনেক কম হলেও টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কাছ থেকে ৫৮০০ টাকা পর্যন্ত ফি নেওয়া হচ্ছে।
একই পর্যায়ের শিক্ষা ব্যবস্থায় কেন এমন বৈষম্য—সে প্রশ্নও তোলেন তারা।

শিক্ষার্থীদের দাবি— “শিক্ষা অধিদপ্তর ও বস্ত্র অধিদপ্তরের প্রশাসনিক পার্থক্য থাকতে পারে, কিন্তু শিক্ষার্থীর অধিকার নিয়ে বৈষম্য মেনে নেওয়া যায় না। শিক্ষা একটি জাতীয় অধিকার, ব্যবসার বিষয় নয়।”

তারা আরও অভিযোগ করেন,
শিক্ষার মানোন্নয়ন বা অবকাঠামোগত উন্নয়নে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। শিক্ষক সংকট, ল্যাবের যন্ত্রপাতি অচল, ক্লাসে সুযোগ-সুবিধার অভাবের মধ্যেই চলছে পাঠদান।

🎓 শিক্ষার্থীদের চার দফা দাবি:

১️⃣ ফরম ফিলাপ ফি বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং পূর্বের ফি বহাল রাখতে হবে।
২️⃣ ভর্তি ফি কমাতে হবে।
৩️⃣ শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়ন করতে হবে।
৪️⃣ ভবিষ্যতে শিক্ষার্থীদের অগ্রিম নোটিশ ছাড়া কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়া যাবে না।


শিক্ষার্থীরা বস্ত্র অধিদপ্তরকে ২৪ ঘণ্টার সময়সীমা দিয়ে জানায়—
এই সময়ের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার না হলে তারা ফরম ফিলাপ বর্জন এবং সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করবে।

তারা বলেন, “আমরা সংঘাত চাই না, আমরা চাই ন্যায্য অধিকার। শিক্ষা নিয়ে ব্যবসা চলবে না, চলবে না।”


আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে বিএনপির প্রতিরোধ মিছিল ও রাতে মোটরসাইকেল মহড়া

 


বরিশাল প্রতিনিধি | 🗓️ ১২ নভেম্বর ২০২৫

আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বরিশাল নগরীর ৫ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে প্রতিরোধ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে নগরীর ৫ নং ওয়ার্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরীন

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকারের দমন-নিপীড়ন, নির্যাতন ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলনে বিএনপি সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করবে।

এরপর রাতের বেলায় বরিশাল নগরীর বিভিন্ন সড়কে মোটরসাইকেল মহড়া পরিচালনা করেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরীন
এ সময় মহানগর বিএনপির সদস্য, বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মী ও বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

মহড়ায় অংশ নিয়ে আফরোজা খানম নাসরীন বলেন, “ম্যাসেজ একটাই — জাদুঘরের আওয়ামী লীগ, এই বাংলায় ঠাঁই নাই।”


বরিশালে বিয়ের প্রলোভনে আবাসিক হোটেলে নিয়ে নারীকে ধর্ষণ, অতঃপর..


 

 অতঃপর..

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে রবিউল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ।

গত ১০ নভেম্বর দিবাগত রাতে কোতয়ালী মডেল থানার একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এর আগে ৯ নভেম্বর রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতার রবিউল ইসলাম ঝালকাঠির নলছিটি উপজেলার তিমিরকাঠী এলাকার আ. মালেক মোল্লার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নলছিটির দপদপিয়া এলাকার শাহ আলম মোল্লার মেয়ে তানিয়া (ছদ্মনাম) প্রায় তিন বছর ধরে স্বামী থেকে আলাদা বসবাস করছেন। চলতি বছরের মার্চ মাসে রবিউল তানিয়ার সঙ্গে মোবাইলে যোগাযোগ শুরু করে এবং একপর্যায়ে দেখা করার প্রস্তাব দেয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

সম্পর্কের সুযোগে রবিউল বিয়ের প্রলোভন দেখিয়ে তানিয়ার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরবর্তীতে বিয়ের চাপ দিলে রবিউল ২৯ অক্টোবর তানিয়াকে বরিশাল নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ডেকে নেয়। সেখানে বিয়ের আশ্বাসে দুজন একটি আবাসিক হোটেলে অবস্থান নেয়।

হোটেলে অবস্থানকালে রবিউল একাধিকবার তানিয়াকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায়। এরপর সে তানিয়ার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে তানিয়া রবিউলের বাড়িতে গেলে তাকে মারধর করে বের করে দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে রবিউলকে একমাত্র আসামি করে কোতয়ালী মডেল থানায় মামলা করেন।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “আসামি রবিউলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”


চাইলে আমি এখন এর জন্য একটি SEO-ফ্রেন্ডলি ওয়েব পোস্ট সংস্করণ তৈরি করতে পারি (যেখানে টাইটেল, মেটা ডিসক্রিপশন, কীওয়ার্ড, ট্যাগ, ক্যাটাগরি ও ফিচার ইমেজ সাজেশন থাকবে)।
আপনি কি চান সেটি তৈরি করে দিই?

বরিশালে অস্ট্রিয়া প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, আটক ১


 

বরিশাল নগরীর রুপাতলী এলাকার অস্ট্রিয়া প্রবাসী এক ব্যক্তিকে অপহরণ, মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই মোঃ সাইদুল ইসলাম থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। এজাহারে বাদী জানান, তাঁর ছোট ভাই মোঃ মুরাদুল ইসলাম (৩০) অস্ট্রিয়া প্রবাসী। তিনি গত ৫ নভেম্বর ছুটিতে দেশে আসেন। এর আগে, বাদী সাইদুল ইসলাম তাঁর ভাই মুরাদুলের পক্ষ থেকে বন্ধুত্বের প্রায় ১৪ বছরে সম্পর্কের জের ধরে প্রতারণায় বাউফলের সুর্যমনি ইউনিয়নের ছাত্রলীগ নেতা আসামী মোঃ বশির উদ্দিনের (৩০) বিরুদ্ধে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে আদালতে একটি মামলা করেন।

বাদীর দাবি- সেই মামলা দায়েরের পর থেকে বশির উদ্দিন ক্ষুব্ধ হয়ে তাঁর ভাই মুরাদুল ইসলামকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় পরিকল্পনার অংশ হিসেবে ঘটনার দিন বুধবার (১২ নভেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে পুর্ব-পরিচিত আসামী মোঃ রিয়াদ (২৩) ফোনে মুরাদুল ইসলামকে দেখা করার কথা বলে রুপাতলী সোনারগাঁও টেক্সটাইলের সামনে ডেকে নেয়। সকাল ১০টার দিকে মুরাদুল সেখানে পৌঁছালে রিয়াদ তাকে নিয়ে যায় শাওন পাম্পের বিপরীতে চৌধুরী ভিলা নামক একটি টিনসেড ভবনে, যেখানে আগে থেকেই অন্যান্য আসামিরা উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত রিয়াদ, সুমন, লোকমান, সজল, রেজাউল, মাহি ও আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্র প্রদর্শন করে প্রবাসী মুরাদুলকে হত্যার ভয় দেখিয়ে মাথা, বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি মারধর করে।বাদী সাইদুল এজাহারে আরও জানান, আসামিরা এক পর্যায়ে একজন অজ্ঞাত প্রতিবন্ধী ছেলেকে এনে মুরাদুলকে অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করে এবং ঘটনাটি মোবাইলে ভিডিও ধারণ করে। তারা ওই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় মুরাদুলের সঙ্গে থাকা ২৫ হাজার টাকা নগদ, একটি ডায়মন্ড রিং ও একটি রুপার ব্রেসলেট (মোট আনুমানিক মূল্য এক লাখ টাকা) ছিনিয়ে নেয় তারা। পরে মুক্তিপণের অর্থ আদায়ের জন্য তারা পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে ০১৭৩৩-২৪০১১২ নম্বরে বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর নির্দেশ দেয়। প্রাণের ভয়ে বাদীর শ্যালক মোঃ রানা ওই নম্বরে ৫ হাজার টাকা প্রেরণ করেন। তারপরও আসামিরা মুরাদুলকে অবরুদ্ধ অবস্থায় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্যাতন চালায়। পরে তারা মুরাদুলকে সঙ্গে নিয়ে চাঁদার টাকা নিতে তার বাড়িতে আসে। তখন ৩ ও ৪নং আসামী (সুমন ও লোকমান) রিকশায় করে বাসায় গেলে, স্থানীয় লোকজনের সহায়তায় বাদী লোকমানকে আটক করে পুলিশে সোপর্দ করেন, তবে সুমন পালিয়ে যায়।

এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার বিস্তারিত জেনে আসামী লোকমানকে থানায় নিয়ে যায়। বাদী সাইদুল ইসলাম আরও জানান, আমার ভাই অস্ট্রিয়া প্রবাসী। টাকা আত্মসাতের মামলার প্রতিশোধ নিতে এই ঘটনা ঘটানো হয়েছে। আমরা আইনের যথাযথ বিচার চাই। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে একজন আসামীকে আটক করা হয়েছে, বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

১৩ নভেম্বরকে ঘিরে বরিশালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বিভিন্ন স্পটে তল্লাশি




কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ১৩ নভেম্বরের ‘ঢাকা লক ডাউন’ ঘিরে বরিশালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কর্মসূচির নামে কোনো প্রকার নৈরাজ্য ও সহিংসতা ঠেকাতে নগরীতে টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে মোড়ে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।

পুলিশের পাশাপাশি তৎপর হয়েছে সেনাবাহিনী ও র‌্যাব সদস্যরা। তারাও নিয়মিত টহল দিচ্ছেন। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সজোয়া যান নিয়ে মহড়া দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। সন্দেহভাজন ব্যক্তি ও পরিবহনসহ ছোট-বড় যানবাহনগুলো থামিয়ে তল্লাশি করছেন পুলিশ সদস্যরা।

কোনো আগ্নেয়াস্ত্র কিংবা বিস্ফোরকদ্রব্য কেও যাতে বহন করতে না পারে সে দিকে লক্ষ্য রাখছে সাদা পোশাকধারী ও গোয়েন্দা পুলিশ সদস্যরা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার শফিকুল ইসলাম জানান, টহল কার্যক্রম নিয়মিত ব্যাপার। তবে ১৩ নভেম্বর ঘিরে এ কার্যক্রম আরও বাড়ানো হয়েছে। সেইসঙ্গে সন্ধ্যার পর থেকে রাত্রিকালিন মহড়া চলছে। লঞ্চঘাট, রূপাতলী ও নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, কাশিপুর বাজারসহ জনবহুল এলাকাগুলোতে গোয়েন্দা (ডিবি) টিম ভাগ করে দেওয়া হয়েছে। সিটিএসবি টিম গোটা মহানগরজুড়ে কাজ করছে।

পুলিশ কমিশনার আরও বলেন, নিরাপত্তা জোরদারের পাশাপাশি ডেভিল ধরা হচ্ছে। সম্প্রতি ১৩ নভেম্বর ঘিরে দুই যুবকের নাশকতার পরিকল্পনার সুনির্দিষ্ট তথ্যের সূত্র ধরে কাশিপুর এলাকা থেকে মিন্টু নামের নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অপরজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তারা দু’জন হোয়াটসঅ্যাপে ঢাকা চলো কর্মসূচি বাস্তবায়ন ও নৌবহর বা পিকনিকের নামে দূরে কোথায় গিয়ে নাশকতার ষড়যন্ত্র করছিল। সেই কথোপকথনের একটি ভিডিও আমাদের কাছে এসেছে। 

গ্রেপ্তার মিন্টু বিসিসি’র সাবেক কাউন্সিলর লিটন মোল্লার সহযোগী। ইতোপূর্বে সে কাশিপুর এলাকায় মশাল মিছিলও করেছে বলে জানিয়েছেন মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম।

এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেন, নগরীকে নিরাপদ রাখতে শহরের তিনটি প্রবেশদার কালিজিরা ব্রিজ, গড়িয়ারপাড় এবং দপদপিয়ায় কীর্তনখোলা ও খয়রাবাদ ব্রিজের মধ্যবর্তী জিরো পয়েন্টে চেক পোস্ট বসানো হয়েছে। এর পাশাপাশি বরিশাল-ঢাকা মহাসড়কের নতুন হাট, কাশীপুর, আমতলার মোড় এবং সদর রোড এলাকাতেও চেকপোস্ট চলছে। সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনগুলো তল্লাশি করা হচ্ছে।

বরিশালে ব্যবসায়ীর ওপর হামলা, থানায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ

 



স্টাফ রিপোর্টার :

বরিশালের এয়ারপোর্ট থানাধীন গড়িয়ারপাড় এলাকায় এক ব্যবসায়ীর ওপর হামলা ও দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. শাহরিয়ার অভি।


বুধবার (১২ নভেম্বর) সকালে  গড়িয়ারপাড় বাস স্ট্যান্ডে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে গত ৩ নভেম্বর গড়িয়ারপাড় বাজারে একটি ডাস্টবিন স্থানান্তরের দাবিতে ব্যবসায়ী, স্থানীয় রাজনীতিক ও সাধারণ জনগণ মানববন্ধন আয়োজন করেন। মানববন্ধনের পর ওই ডাস্টবিন নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।


বাজার কমিটির সভাপতি মো. রমজান হাওলাদার ছিলেন ওই ডাস্টবিন নির্মাণ প্রকল্পের কাজের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। কাজ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি ও আরও চার সহযোগী মিলে শাহরিয়ার অভির মালিকানাধীন হোটেলে হামলা চালায়।


অভিযোগে বলা হয়, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে দোকানের ফ্রিজ, সাউন্ড সিস্টেম ও ডেকোরেটর সামগ্রী ভাঙচুর করেন। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয় এবং দোকানের ক্যাশ থেকে ১০ হাজার ২০০ টাকা লুট করা হয়। হামলার সময় বাধা দিতে গেলে শাহরিয়ার অভিকে দেশীয় দা দিয়ে আঘাত করার চেষ্টা করা হয়, এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।


ঘটনার ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে থানায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। তিনি বলেন, “ আমার ব্যাবসা প্রতিষ্ঠান ভাঙচুর করার সময় আমি বাধা দিতে গেলে তারা আমাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়ার চেষ্টা করে এবং লাঠি ও খুন্তি দিয়ে মারধর করে। এতে আমার শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়।”“হামলাকারীরা আমাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এয়ারপোর্ট থানায় অভিযোগ করেছি।”


উক্ত ঘটনার বিষয়ে ৩০ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক সজীব বেগ মিসাদ বলেন, এই ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের নিকট হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের আহ্বান জানাই।


এ বিষয়ে জানতে চাইলে বরিশাল এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন বলেন, “গড়িয়ারপাড় এলাকায় একটি ডাস্টবিন নির্মাণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্কের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী ব্যবসায়ীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দিয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Powered by Blogger.